Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ন্যাশনাল আইডি কার্ড ও মোবাইল সিম রিরেজিস্টার্ড সংক্রান্ত জরুরী পোস্ট
বিস্তারিত

ন্যাশনাল আইডি কার্ড ও মোবাইল সিম রিরেজিস্টার্ড সংক্রান্ত জরুরী পোস্ট

 

যারা ন্যাশনাল আইডি / স্মার্ট কার্ড পাননি, কিন্তু ভোটার হালনাগাদ করা হয়েছে এবং এই আইডি কার্ডের অভাবে মোবাইল সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করাতে পারছেন না। তাঁরা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে সার্ভার কপি সংগ্রহ করুন। সার্ভার কপি দিয়ে মোবাইল সিম বায়োমেট্রিক রেজিঃ করা যাবে। তবে ভোটার তালিকা হালনাগাদ করার সময় আপনাদেরকে যে স্লিপটি দেয়া হয়েছিল, তা নিয়ে যেতে হবে।

কোন কারণে সেই স্লিপ হারিয়ে গেলে, থানায় জিডি করতে হবে। এরপর জিডি কপি সহ সংশ্লিষ্ট নির্বাচন অফিস হতে খসড়া ভোটার তালিকা হতে আপনার তথ্যাদি বের করে তা দিয়ে সার্ভার কপি প্রিন্ট করে নিতে হবে।

আইডি কার্ড হারিয়ে গেলে জিডি কপি এবং আইডি কপি বা নাম্বার সহ সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে, সঙ্গে ২৫৩ টাকার ব্যাংক চালান।

নতুন করে আইডি কার্ড করতে হলে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে কোন ফী নেই। তবে যেসব এলাকায় কোন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে, সেখানে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নতুন করে ভোটার হওয়া যাবে না।

যারা ভোটার তালিকা হালনাগাদ করার পরেও অনেক দিন যাবত আইডি কার্ড পাচ্ছেন না। কার্ডের জন্য কোন কাজও করতে পারছেন না। তারা স্লিপ নিয়ে নির্বাচন অফিস থেকে আপাতত সার্ভার কপি তুলুন। মনে রাখবেন, সার্ভার কপি দিয়ে সব কাজ করা যাবে। যতদিন আইডি পাবেন না, ততদিন সার্ভার কপি আপনার ন্যাশনাল আইডি।

কোন নির্বাচন অফিস বিনামুল্যে সার্ভার কপি দিতে না চাইলে, ৫০ টাকার কোর্ট ফী জমা দিয়ে অফিসিয়ালি সার্ভার কপির জন্য আবেদন করুন।
নির্বাচন অফিস সার্ভার কপি দিতে বাধ্য।

 

শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করি দিন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/03/2016