Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ
২নং দাদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
স্থানঃ- দাদপুর বাজার, পোঃ রামভল্লবপুর
উপজেলাঃ সদর, জেলাঃ নোয়াখালী।
 
 
 
 
ইউপি ভবন মেরামত সভার কার্যবিবরনী
২নং দাদপুর ইউনিয়ন পরিষদ
নোয়াখালী সদর, নোয়াখালী।
 
সভাপতিত্ব করেন ঃ জনাব মোঃ দেলোয়ার হোসেন
সভার তারিখ ঃ 
সভার স্থান ঃ ইউনিয়ন পরিষদ সভা কক্ষ
সময় ঃ ঘটিকা।
 
উপস্থিত সদস্যগণের নাম ও স্বাক্ষর
 
ক্র: নং নাম পদবী স্বাক্ষর
১. জনাব মোঃ দেলোয়ার হোসেন চেয়ারম্যান স্বাক্ষরিত
২. জনাবা ছালেহা বেগম সদস্যা স্বাক্ষরিত
৩. জনাবা হাজেরা বেগম সদস্যা স্বাক্ষরিত
৪. জনাবা মমতাজ বেগম সদস্যা স্বাক্ষরিত
৫. জনাব মমিন উল্যা সদস্য স্বাক্ষরিত
৬. জনাব মোজাম্মেল হোসেন সদস্য স্বাক্ষরিত
৭. জনাব আবদুর রশিদ পাটোয়ারী সদস্য স্বাক্ষরিত
৮. জনাব কামরুজ্জামান সদস্য স্বাক্ষরিত
৯. জনাব তৌহিদুল ইসলাম সদস্য স্বাক্ষরিত
১০. জনাব হাসানুর রহমান সদস্য স্বাক্ষরিত
১১. জনাব আক্তার হোসেন সদস্য স্বাক্ষরিত
১২. জনাব মোঃ জহির সদস্য স্বাক্ষরিত
১৩. জনাব দুলাল মিয়া সদস্য স্বাক্ষরিত
১৪. জনাব হাসান আহম্মদ সদস্য সচিব স্বাক্ষরিত
 
আলোচ্য বিষয়ঃ
১. বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।
২. ইউনিয়ন পরিষদ ভবন মেরামত সিদ্ধান্ত।
 
সিদ্ধান্ত
 
অদ্যকার সভা অত্র ২নং দাদপুর ইউনিয়নের সম্মানিত  চেয়ারম্যান সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হলো।
 
১) সভায় বিগত সভার কার্যবিবরণী বিস্তারিত পাঠান্তে ও আলোচনান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
 
২) সভায় সভাপতি প্রস্তাব উপস্থাপন করেন যে, অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে এবং রুমে মেরামত করা প্রয়োজন।
সভাপতির উক্ত প্রস্তাব সভায় উপস্থিত সদস্যগণ দীর্ঘক্ষন ব্যাপিয়া আলাপ আলোচনা করা হয়। ব্যপক আলাপ আলোচনান্তে সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ভবনের দরজা, জানালা মেরামত ও প্রশাসনিক ভবনের থাই গøাস স্থাপন, ছাদ, বিভিন্ন রুম, বাথরুম, ফ্লোর মেরামত এবং ভবনে প্লাষ্টার ও ভবন রং করনোর সিদ্ধান্ত গৃহিত হয় এবং উক্ত রেজুলেশনের কপি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের নিমিত্তে প্রেরণের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করা হয়।
 
অত:পর সভায় আর বিশেষ কোন আলোচ্য সূচী থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভাপতি  সভার সমাপ্তি ঘোষনা করেন।
 
 
চেয়ারম্যান
২নং দাদপুর ইউনিয়ন পরিষদ
নোয়াখালী সদর, নোয়াখালী।