Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Decisions of Monthly Meeting

সিদ্ধান্ত

অদ্যকার সভা অত্র ২নং দাদপুর ইউনিয়নের সম্মানিত  চেয়ারম্যান সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হলো।

১) সভায় বিগত সভার কার্যবিবরণী বিস্তারিত পাঠান্তে ও আলোচনান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

২) সভায় সভাপতি প্রস্তাব উপস্থাপন করেন যে, অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে এবং রুমে মেরামত করা প্রয়োজন।
সভাপতির উক্ত প্রস্তাব সভায় উপস্থিত সদস্যগণ দীর্ঘক্ষন ব্যাপিয়া আলাপ আলোচনা করা হয়। ব্যপক আলাপ আলোচনান্তে সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ভবনের দরজা, জানালা মেরামত ও প্রশাসনিক ভবনের থাই গøাস স্থাপন, ছাদ, বিভিন্ন রুম, বাথরুম, ফ্লোর মেরামত এবং ভবনে প্লাষ্টার ও ভবন রং করনোর সিদ্ধান্ত গৃহিত হয় এবং উক্ত রেজুলেশনের কপি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের নিমিত্তে প্রেরণের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করা হয়।